Logo
Logo
×

জাতীয়

মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার, সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম

মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার, সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা

ছবি : সংগৃহীত

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হবে। এ কারণে ঢাকার কিছু নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে জানায়, দেশের ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে ঢাকায় রয়েছে ১৬টি ভেন্যু।

এসব ভেন্যুগুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস); ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস); বেগম বদরুন্নেছা সরকারি কলেজ; ঢাকা মেডিকেল কলেজ; ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ (নিউ বেইলী রোড); সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলী রোড); শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও); ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও); সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ; শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; ইডেন মহিলা কলেজ; সরকারি বাংলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজ (মহাখালী)।

পরীক্ষার দিন এসব কেন্দ্রে যাতায়াতের সড়কগুলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণি, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে বেশি যানবাহন থাকবে। তাই এসব সড়ক যথাসম্ভব এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন