Logo
Logo
×

জাতীয়

একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাতিল, ৪০ শতাংশ ভোট না পড়লে পুনঃনির্বাচন

Icon

যুগেরচিন্তা২৪ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম

একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাতিল, ৪০ শতাংশ ভোট না পড়লে পুনঃনির্বাচন

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাতিল করা হয়েছে। কোনো আসনে ৪০ শতাংশ ভোট না পড়লে সেই আসনের নির্বাচন বাতিল হবে। কোনো আসনে ‘না’ ভোট বেশি পড়লে সেই আসনে নতুন করে নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

এছাড়া, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুইবার নির্ধারণ করা, দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য করা এবং একই ব্যক্তি যাতে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা না হতে পারেন, সেই বিধান চালু করারও সুপারিশ করেছে এই কমিশন।

জাতীয় সংসদের আসন সংখ্যা ১০০টি বাড়িয়ে ৪০০ করার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে ১০০টি আসন নারীদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উভয় কক্ষের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু করারও প্রস্তাব দিয়েছে এই সংস্কার কমিশন।

এছাড়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস নির্ধারণ করা, নির্বাচনে ইভিএম বাতিলের মতো সুপারিশও এসেছে সংস্কার কমিশনের প্রস্তাবে। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ এবং অনলাইন ভোটিং পদ্ধতি চালুরও সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান, মোট ১৬টি ক্ষেত্রে ১৫০টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন