পুলিশকে প্রভাবমুক্ত এবং নিরপেক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: আইজিপি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫ পিএম

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং নিরপেক্ষ সংস্থা হিসেবে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার ও পুলিশ সংস্কার কমিশন—এমনটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০ তম সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
আইজিপি বাহারুল আলম বলেন, অপরাধ দমন, জনগণের নিরাপত্তা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের প্রধান কাজ। তিনি জনবান্ধব পুলিশ ব্যবস্থা প্রণয়নে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এর আগে, কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন। ২০২৩ সালে বুনিয়াদি প্রশিক্ষণের জন্য একাডেমিতে যোগ দেয় ৪০ তম সাব-ইন্সপেক্টর ব্যাচের ৮২১ এসআই। পরে গুরুতর অপরাধের জন্য চাকরি যায় ২২ জনের। মাঠ ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে চার ধাপে বাদ পড়েন ৩২১ জন শিক্ষানবিশ এসআই।
গত ২৬ নভেম্বর ৪০ তম এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে বাতিল করা হয়েছিল।