BETA VERSION রবিবার, ২০ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৭:৩৮ পিএম

Swapno

জাতীয়

সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ এএম

সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

নতুন বছরে প্রথম বিদেশ সফরে সুইজারল্যান্ডের দাভোসে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডব্লিউইএফ-এর সম্মেলনটি ২০ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এই সম্মেলনটি বিশ্ব অর্থনীতি, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের বিষয়ে আলোকপাত করবে।

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ড. ইউনূস বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। জানা গেছে, তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডসহ বিভিন্ন সংস্থা প্রধানদের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

দাভোস সফরের সময় আন্তর্জাতিক গণমাধ্যমেও সাক্ষাৎকার দেওয়ার পরিকল্পনা রয়েছে ড. ইউনূসের। ফোরামের সাইডলাইনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এবং অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার সুযোগকে কাজে লাগানোর উপর জোর দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো বৈশ্বিক প্ল্যাটফর্ম বিদেশি বিনিয়োগ আকৃষ্ট এবং অর্থনৈতিক অংশীদারিত্বের সম্ভাবনা তৈরিতে অত্যন্ত কার্যকর। ড. ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে

এটি হবে ড. ইউনূসের প্রথম সফর যেখানে বহুপক্ষীয় বৈঠকের পাশাপাশি দ্বিপক্ষীয় আলোচনা ও বৈশ্বিক বিনিয়োগের প্রতি গুরুত্ব থাকবে। এর আগে, তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশন, আজারবাইজানে কপ-২৯ সম্মেলন এবং মিশরে ডি-৮ সম্মেলনে যোগ দিয়েছেন।

সুইজারল্যান্ড সফরের আনুষ্ঠানিকতা শেষে ড. ইউনূস আগামী ২৪ জানুয়ারি ঢাকায় ফিরে আসবেন। দাভোসে এ বছর বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্র ও সরকারপ্রধান, জি-৭ ও জি-২০ দেশগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকার মুহাম্মদ ইউনূস পররাষ্ট্র মন্ত্রণালয়

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com