Logo
Logo
×

জাতীয়

এলপিজির দাম বাড়ানোর ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম

এলপিজির দাম বাড়ানোর ঘোষণা

এলপিজির দাম বাড়ানোর ঘোষণা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ কেজি এলপিজির সিলিন্ডারের নতুন দাম ৪ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারিত হয়েছে, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ৪৫৯ টাকা, যা মাসের শুরুতে ছিল ১ হাজার ৪৫৫ টাকা। এ ছাড়া বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ পয়সা এবং রেটিকুলেটেড পদ্ধতিতে তরল হিসেবে সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দামও বৃদ্ধি পেয়েছে। এখন প্রতি লিটার অটো গ্যাসের দাম ৬৭ টাকা ২৭ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৭৮ পয়সা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৩ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানায়, এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে ৭.৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চারবার কমলেও সাতবার বেড়েছিল এবং এক দফা অপরিবর্তিত ছিল। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বৃদ্ধি পেলেও এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে দাম কমেছিল। ডিসেম্বরে এলপিজি ও অটোগ্যাসের দাম অপরিবর্তিত ছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন