Logo
Logo
×

জাতীয়

পুলিশে বদলি, নিয়োগ ও শৃঙ্খলা বিষয়ে বিষয়ে কমিটি করে গেজেট প্রকাশ

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:২৮ এএম

পুলিশে বদলি, নিয়োগ ও শৃঙ্খলা বিষয়ে বিষয়ে কমিটি করে গেজেট প্রকাশ

ছবি : সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দিতে সরকার গঠন করেছে ৭ সদস্যের 'আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি'। রবিবার (১২ জানুয়ারি) অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) জাহেদা পারভীনের স্বাক্ষরে গেজেট প্রকাশিত হয়েছে।

এই কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সদস্য সচিব থাকবেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশের মহাপরিদর্শক।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে 'আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি' গঠনের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি এবং তদূর্ধ্ব স্তরে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ প্রদান করবে। এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে তথ্য চাইতে পারবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন