Logo
Logo
×

জাতীয়

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, জানালেন ডা. জাহিদ

Icon

যুগেরচিন্তা২৪ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ এএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, জানালেন ডা. জাহিদ

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। ছেলে, পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে সময় কাটিয়ে তিনি বেশ প্রফুল্ল আছেন। তার চিকিৎসা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

খালেদা জিয়ার আরো কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ইতোমধ্যে ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকেরা আরো কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন।

দুই দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন। এছাড়া বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসকদের সঙ্গে মঙ্গলবার (১৪ জানুয়ারি) লন্ডন ক্লিনিকের সমন্বিত একটি মেডিকেল বোর্ডের সদস্যরা বসতে পারেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বুধবার (৮ জানুয়ারি) লন্ডন পৌঁছান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয় তাকে। সেখানে অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন