Logo
Logo
×

জাতীয়

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করলো বাংলাদেশ

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:৪০ এএম

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করলো বাংলাদেশ

ছবি : সংগৃহীত

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার শর্ত সহজ করেছে বাংলাদেশ। এখন থেকে পাকিস্তানি নাগরিকরা অনলাইনে বাংলাদেশের ভিসা আবেদন করতে পারবেন। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সহজ ও দ্রুততর হবে, এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভ্রমণ আরও সুবিধাজনক হবে।

লাহোর চেম্বার অব কমার্স পরিদর্শনকালে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইকবাল খান এ তথ্য জানিয়েছেন। খবর: জিও নিউজ।

লাহোর চেম্বার অব কমার্সে দেয়া বক্তৃতায় রাষ্ট্রদূত বলেন, লাহোরের সভ্যতা ও সংস্কৃতির আলাদা পরিচয়ের প্রয়োজন নেই। বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো সময়ের দাবি।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে লাহোর চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের মানুষ পাকিস্তানকে সম্মানের চোখে দেখে, এবং দুই দেশকেই অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে হবে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত খুব সহজ করেছে এবং এখন পাকিস্তানের নাগরিকরা অনলাইনে বাংলাদেশের ভিসা পেতে পারেন।

লাহোর চেম্বারের সভাপতি মিয়া আবু জার শাদ বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাই, আমাদের প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফরে যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন