ফেব্রুয়ারির মধ্যে সবাই পাঠ্যপুস্তক পাবে: প্রেস সচিব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:০৮ পিএম

আগামী মাসের মধ্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শফিকুল আলম উল্লেখ করেন, আওয়ামী লীগ আমলে জানুয়ারিতে বই উৎসব হলেও শিক্ষার্থীদের কাছে বই পৌঁছাতে ৩ থেকে ৪ মাস সময় লাগতো। আমরা সব শিক্ষার্থীদের কাছে দ্রুত বই পৌঁছে দিতে কাজ করছি এবং আশা করছি আগামী মাসের মধ্যে সবাই বই পাবে।
চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যার বিষয়ে তিনি বলেন, বর্ষায় চট্টগ্রামে সমস্যা দেখা দেয়। জলাবদ্ধতার সমস্যার সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। এছাড়া, ট্রাফিক সমস্যার বিষয়ে কেবিনেটে আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ।