Logo
Logo
×

জাতীয়

ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ইতিবাচকভাবে নেয়নি জনগণ: রিজভী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:২৪ পিএম

ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ইতিবাচকভাবে নেয়নি জনগণ: রিজভী

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির সরকার। এ ঘটনার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এর মধ্য দিয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়ায় ছাত্র-জনতার গণআন্দোলনে গেন্ডারিয়া আদর্শ স্কুলের দশম শ্রেণীর ছাত্র শহিদ শাহরিয়ার খান আনাসসহ আরও তিন নিহত পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে শেখ হাসিনাকে রাখার জন্য তার ভিসার মেয়াদ বাড়িয়েছে, এটাকে বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি। যেখানে গণতন্ত্র থাকবে সেখানে আইনের শাসন থাকবে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি ভারত আইনের শাসন মানে না।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ সদস্যরা মিডিয়ার সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে শিশু, তরুণ, যুবকদের। অথচ তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাদের কি বিচার হবে না? মানুষের রক্তপিপাসু শেখ হাসিনা আবার ফিরে আসবেন, তার কোন বিচার হবে না?

তিনি বলেন, এই নিষ্পাপ ছেলেগুলোকে কেন শেখ হাসিনার পুলিশ হত্যা করেছে? শুধু শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যই করেছে। আর তার পরিবার ও কাছের মানুষদের আঙ্গুল ফুলে কলা গাছ করার জন্য। এজন্যই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই বাচ্চাদের হত্যা করতে দ্বিধা করেনি।

মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত রয়েছেন অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা দায়সারা মন্তব্য করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন