BETA VERSION বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৮:২০ পিএম

Swapno

জাতীয়

দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৮ পিএম

দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

ছবি : সংগৃহীত

আসন্ন শীতে তীব্র ঠান্ডার আরেক দফা শুরু হতে যাচ্ছে। বুধবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, যা সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে। ইতোমধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এছাড়া, বুধবার থেকে রাজধানীতে পাঁচ থেকে ছয় দিনের জন্য তাপমাত্রা কমতে পারে। কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের আলো অনেক স্থানে দেখা যাবে না, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, আর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলায় তাপমাত্রা ছিল ১৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ কাশ্মীরের হিমালয় অঞ্চলের কাছ থেকে ঠাণ্ডা বাতাস নিয়ে আসছে, যা ভারতের মধ্য ও উত্তর-পূর্ব রাজ্যগুলো পেরিয়ে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এই ঠাণ্ডা বাতাস বুধবার সকাল থেকে বাংলাদেশে প্রবাহিত হতে শুরু করবে। ফলে দেশজুড়ে কুয়াশাযুক্ত ঠাণ্ডা বাতাস বইতে থাকবে।

তারা আরও জানিয়েছেন, আসন্ন শৈত্যপ্রবাহটি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করতে পারে। এর ফলে, উত্তরাঞ্চল ছাড়াও যশোর ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট বেশি থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগেও শীতের তীব্রতা বেশি থাকতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে। সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। ১৪ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর শৈত্যপ্রবাহ

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com