Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে চিঠির জবাব দেয়নি ভারত: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে চিঠির জবাব দেয়নি ভারত: প্রেস সচিব

রোববার (৫ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনো উত্তর এখনও ভারত দেয়নি।

শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। তবে প্রাপ্তিস্বীকারের বাইরে এ বিষয়ে নতুন করে আর কিছু বলার নেই।"

গত ২৩ ডিসেম্বর দিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেছিলেন, "আমি নিশ্চিত করছি যে, আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।"

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত ১৩ নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে আবেদন করে প্রসিকিউশন। এরপর আইজিপির দফতর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে।

এদিকে, ভারতীয় ভিসা বন্ধ থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যেতে বিকল্প উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, বুলগেরিয়া, রোমানিয়া, কাজাখস্তানের ভিসা নয়াদিল্লি বাদে বিকল্প কয়েকটি দেশ থেকে নেওয়ার অনুমোদন দিয়েছে দেশগুলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন