Logo
Logo
×

জাতীয়

বাধ্যতামূলক ছুটিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৩০ এএম

বাধ্যতামূলক ছুটিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীকে। শনিবার (৪ জানুয়ারি) এক জরুরি সভায় তাকে আগামী তিন মাসের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এ সময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা যায়, গত বৃহস্পতিবার ৬ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে বাংলাদেশ ব্যাংক এক জরুরি বৈঠক করে। সেখানে অধিকতর তদন্তের লক্ষ্যে এস আলম ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শনিবার পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়।

এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হওয়া সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদেরও রোববার জরুরি সভা ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্যান্য ব্যাংকগুলোর উচ্চ পদেও শিগগিরই পরিবর্তন আসবে।

এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। সরকার পরিবর্তনের পর গত ১ সেপ্টেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়। ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান ব্যাংকটির নতুন চেয়ারম্যান হন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন