Logo
Logo
×

জাতীয়

তথ্য উপদেষ্টা নাহিদের নামে তদবির বন্ধে সচিবদের নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ এএম

তথ্য উপদেষ্টা নাহিদের নামে তদবির বন্ধে সচিবদের নির্দেশ

ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সরকারি দপ্তরে তার নাম ব্যবহার করে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে একটি আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আধা সরকারিপত্রে উপদেষ্টা নাহিদ ইসলাম উল্লেখ করেছেন, কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেয়ার লক্ষ্যে তার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক এবং এতে তার সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আধা সরকারিপত্রে আরও বলা হয়েছে, তথ্য উপদেষ্টার স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ-সংবলিত আবেদন দাখিল করা হচ্ছে, যা ইতোমধ্যে উপদেষ্টার নজরে এসেছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর বা সংস্থায় এ ধরনের তদবির হলে বা উপদেষ্টার স্বাক্ষর জাল করে কোনো আবেদন দাখিল করা হলে, তা তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সচিব র হ ম আলাওল কবিরকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আধা সরকারিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। রাষ্ট্র সংস্কারের কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে উপদেষ্টা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন