জানুয়ারির জন্য এলপিজির দাম অপরিবর্তিত রাখল বিইআরসি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানুয়ারি মাসের জন্য এলপিজির দাম ঘোষণা করেন। জানুয়ারির নতুন দাম আজ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, ডিসেম্বর মাসের মতো জানুয়ারিতেও প্রতি কেজি এলপিজির দাম ১২১ টাকা ২৫ পয়সা থাকবে। জানুয়ারি মাসে সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৫ টাকাই থাকবে এবং অন্যান্য আকারের সিলিন্ডারের দামও অপরিবর্তিত থাকবে।
বিইআরসি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশি এলপিজি অপারেটররা সাধারণত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে পণ্য আমদানি করায় স্থানীয় বাজারে এলপিজির দামের ওপর কোনো প্রভাব পড়েনি।
তবে জানুয়ারি মাসে অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানির এলপিজির দামও অপরিবর্তিত থাকবে।
গত বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় বাজারে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৪৯৮ টাকা।