Logo
Logo
×

জাতীয়

২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু

জানুয়ারির ২০ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ জানুয়ারির মধ্যে হালনাগাদ কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হবে। এরপর ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, "আমরা আশা করছি জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে এই কার্যক্রম শুরু করতে পারবো। প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ৫ জানুয়ারির মধ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হবে। যারা প্রশিক্ষণ পাবেন, তারা মাঠের জনবলকে তথ্য সংগ্রহের পদ্ধতি শিখিয়ে দেবেন।"

তিনি আরও বলেন, "আগামী বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। জনগণ তা দেখার সুযোগ পাবেন এবং কোনো বাদ পড়া তথ্য থাকলে দাবি-আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবং সেখানে সংশোধিত তালিকা অন্তর্ভুক্ত করা হবে। এটি ২০২৪ ও ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ হিসেবে বিবেচিত হবে।"

ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা শুধু ২০২৫ সালের তথ্য সংগ্রহ করবো না। একই সঙ্গে ২০২৬ সালের ১ জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে তাদের তথ্যও সংগ্রহ করবো। তবে তারা ২০২৫ সালের কোনো নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবে না।"

তিনি দেশের সব নাগরিকদের ভোটার হালনাগাদের কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন