Logo
Logo
×

জাতীয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা তথ্যের অবাধ প্রবাহ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে সাময়িক স্থগিতাদেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তারা আশা প্রকাশ করেছে যে, প্রশাসন নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য প্রবেশাধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এ প্রসঙ্গে প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রেডিটেশন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

সংগঠনটি সরকারের গঠনমূলক পদক্ষেপের প্রতি আস্থা প্রকাশ করে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। তারা আরও উল্লেখ করে, গণহারে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিলের সিদ্ধান্তকে তারা সঠিক মনে করে না এবং ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে আরও সতর্ক ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছে।

অনলাইন এডিটরস অ্যালায়েন্স মনে করে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য। একইসঙ্গে, প্রকৃত সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশাধিকারের বিষয়টি দ্রুত নিশ্চিত করতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন