স্বৈরাচার-ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও আন্দোলন হবে : ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন স্বৈরাচারী আওয়ামী লীগ ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে বিশেষ মহলের চক্রান্ত থাকতে পারে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৮ ডিসেম্বর) কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার প্রাক্তনদের পুনর্মিলনীতে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রতিটি বিষয় সতর্কতার সঙ্গে মোকাবিলা করা হচ্ছে এবং সবাইকে আরও সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, আমরা দেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। আওয়ামী লীগের আমলে প্রতিটি সেক্টর ধ্বংস হয়ে গেছে এবং কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। বিদেশে বাড়ি-গাড়ি করেছে তারা। অথচ দেশের কোনো আলেমের ব্যাপারে এমন নজির কেউ দেখাতে পারবে না। আলেমদের মধ্যে মতানৈক্য থাকলেও মৌলিক বিষয়ে সবাই ঐক্যবদ্ধ।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, যারা কুরআনের আদর্শ লালন করে তারা একদিন রাষ্ট্র গঠন করবে।