
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ১১:১২ পিএম
সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য ছিল না : উপদেষ্টা রিজওয়ানা

যুগের চিন্তা ২৪ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০০ এএম

ছবি : সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য থাকলে সরকার নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, যদি আগাম গোয়েন্দা তথ্য থাকত, তাহলে সরকার অবশ্যই ব্যবস্থা নিত। গোয়েন্দা তথ্যের পর্যাপ্ততা বা অপর্যাপ্ততা তদন্ত কমিটির মাধ্যমে খতিয়ে দেখা হবে। তবে তথ্য থাকলে সরকার নিশ্চয়ই বসে থাকত না।