
কমলো সোনার দাম
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দরটি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
এর আগে, গত ১৪ ডিসেম্বর সোনার দাম কমানো হয়েছিল। তবে, ১৮ ডিসেম্বর আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল।