
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০৬:২৮ এএম
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৭২

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৭ জন ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে একজন ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৫৬৪ জন মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।