Logo
Logo
×

জাতীয়

মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে ঢাকা-খুলনা ট্রেনের উদ্বোধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে ঢাকা-খুলনা ট্রেনের উদ্বোধন

ছবি : সংগৃহীত

পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় আগামী ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকা-খুলনা-ঢাকা রেলরুটের উদ্বোধন হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৩ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ঢাকা-খুলনা-ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে কমলাপুর রেলস্টেশনে একটি উদ্বোধন অনুষ্ঠান হবে, যেখানে রেলের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে এই রুটে ট্রেন উদ্বোধনের পরিকল্পনা থাকলেও রানিং স্টাফদের কর্মবিরতি এবং কিছু কাজ অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। রুটটি চালু হলে ঢাকা থেকে খুলনায় ট্রেন মাত্র ৪ ঘণ্টায় পৌঁছাবে। বর্তমানে এই যাত্রায় প্রায় ৭-৮ ঘণ্টা সময় লাগে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন