Logo
Logo
×

জাতীয়

নতুন মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-পলক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম

নতুন মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-পলক

আওয়ামী লীগ সরকারের গ্রেফতারকৃত সাবেক উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য এবং সেনাকর্মকর্তাসহ ৯ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে তাদের আদালতে আনা হয় এবং পরে নতুন বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানার মামলায় এবং সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একই হত্যা মামলায় যাত্রাবাড়ি থানায় আরও গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাবেক এমপি সাদেক খানকে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া, নরসিংদীর সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য কামরুল আশরাফ খানকে পল্টন থানার মামলায় ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন