Logo
Logo
×

জাতীয়

শর্ত লঙ্ঘন করায় বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

শর্ত লঙ্ঘন করায় বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি

ছবি : সংগৃহীত

শর্ত লঙ্ঘনের কারার কারণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে তথ্য-উপাত্ত যাচাই চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে ইসি থেকে আর কোনো তথ্যসেবা পাবে না বিসিসি। কারণ তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের তথ্য তৃতীয় পক্ষকে প্রদান করেছে এবং প্রয়োজনীয় অর্থ পরিশোধ করেনি।

রবিবার (২২ ডিসেম্বর) এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করেছেন। 

বিজ্ঞপ্তিতে তিনি জানান, নির্বাচন কমিশন হতে এনআইডির তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৮৩টি, যার মধ্যে বিসিসি অন্যতম। ২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। চুক্তির শর্তানুযায়ী, বিসিসি কমিশনের তথ্য-উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, সত্তা, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় প্রদান করতে পারবে না। তবে বিসিসি কর্তৃক এই শর্ত লঙ্ঘন করা হয়েছে।

এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর বিসিসির নিকট ব্যাখ্যা চাওয়া হলেও তারা জবাব দানে বিরত থাকে। পরে ৬ অক্টোবর ৩ কার্যদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য বলা হলে বিসিসি যে জবাব দিয়েছে তা নির্বাচন কমিশনের নিকট সন্তোষজনক নয় বলে গণ্য হয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি/চার্জসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি কর্তৃক পরিশোধ না করায় চুক্তিটি বাতিলযোগ্য মর্মে বিবেচিত হয়েছে।

এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তক্রমে নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির ২০২২ সালের ৪ অক্টোবর সম্পাদিত চুক্তিটি গত ২০ ডিসেম্বর বাতিল করা হয়েছে এবং বিসিসিকে প্রদত্ত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন