Logo
Logo
×

জাতীয়

উপদেষ্টা প্রয়াত এএফ হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ পিএম

উপদেষ্টা প্রয়াত এএফ হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন

উপদেষ্টা প্রয়াত এএফ হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রয়াত এএফ হাসান আরিফের প্রথম জানাজা শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তার দ্বিতীয় জানাজা শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

হাসান আরিফের দাফনের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, উপদেষ্টা হাসান আরিফের মেয়ে কানাডায় আছেন। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তার জন্য অপেক্ষা করা হবে। কিন্তু সেটা হচ্ছে না। শনিবার (২১ ডিসেম্বর) বাদ জোহরই দাফন সম্পন্ন হবে।

এর আগে শুক্রবার বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন