Logo
Logo
×

জাতীয়

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে দেশে ফিরেই হাসপাতালে ছুটে যান ড. ইউনূস। শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে পৌঁছান ড. ইউনূস। সেখানে কিছুক্ষণ অবস্থান করে ফিরে যান তিনি।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, উপদেষ্টা এ এফ হাসান আরিফের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি দেশের একজন শীর্ষস্থানীয় আইনজীবী এবং অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ছিলেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আইনি সক্রিয়তা, ভিন্নমতের কণ্ঠস্বর ও প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় হাসান আরিফের ভূমিকা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় হাসান আরিফের আত্মার শান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ড. ইউনূস।

এর আগে, আজ শুক্রবার বিকেল বিকেল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন