Logo
Logo
×

জাতীয়

তাবলিগের সাদপন্থী ১৫ জনের বিরুদ্ধে জুবায়েরপন্থী সাথীর মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

তাবলিগের সাদপন্থী ১৫ জনের বিরুদ্ধে জুবায়েরপন্থী সাথীর মামলা

ছবি : সংগৃহীত

বিশ্ব ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে তাবলিগ জামায়াতের সাদপন্থী শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) সাথী মোহাম্মদ হোসেন টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। 

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান নিশ্চিত করেন।

মামলায় আসামিরা হলেন- সৈয়দ ওয়াসিফুল ইসলাম (৭০), মাওলানা আব্দুল্লাহ মনসুর (৫৫), মাওলানা মোয়াজ বিন নূর (৪০), মাওলানা জিয়া বিন কাসেম (৪৫), মুফতি আজিমুদ্দিন (৪৫), মুফতি ওসামা ইসলাম (৪২), মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ (৪৫), মুফতি সফীউল্লাহ (৪৫), মাওলানা আনাস (৪৫), হাজী বসির শিকদার (৫৫), মোহাম্মদ মনির হোসেন তুষার ওরফে হাজী মনির (৪০), ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ (৭০), রেজা আরিফ (৫২), আতাউর রহমান (৫০) ও অ্যাডভোকেট ফরিদ (৪৫)।

মামলার বিবরণে বলা হয়, আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১১৪/৫০৬/৩৪ ধারায় অপরাধ করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন