Logo
Logo
×

জাতীয়

সাবেক ৫ সংসদ সদস্যের স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম

সাবেক ৫ সংসদ সদস্যের স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক ৫ সংসদ সদস্যের স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্ত্রী-সন্তানসহ সাবেক ৫ সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা আওয়ামী লীগের সাবেক সদস্যরা হলেন ফেনী-১ আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ -৩ আসনের আবু জাহির, নোয়াখালী-১ আসনের এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন।

তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাতসহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন