Logo
Logo
×

জাতীয়

এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৯:১৪ পিএম

এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য: মির্জা ফখরুল

এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য: মির্জা ফখরুল

সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, চলমান সংকট নিরসনে এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টাকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। যাতে দেশে বিভাজন তৈরির মতো কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়।

মির্জা ফখরুল আরও বলেন, ড. ইউনূসের সাথে সাক্ষাতে দ্রব্যমূল্য কমানো ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করার কথা বলা হয়েছে। সার বিতরণের সমস্যা দূর করতেও আলোচনা হয়েছে। তাছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে করা মামলাগুলো প্রত্যাহারে বিষয়ে আলোচনার কথাও জানান তিনি।

বিগত নির্বাচনগুলোতে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে তিনি বলেন, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দিতে হবে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বানও জানান তিনি।

শিল্প কারখানা প্রসঙ্গে তিনি বলেন, শিল্প উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়া চালু রাখা ও শ্রমিকদের বেতনের যাতে কোনো সমস্যা তৈরি না হয় সে বিষয়ে খেয়াল রাখতে অন্তর্বর্তী সরকারকে বলা হয়েছে। প্রয়োজনে কোম্পানিগুলোকে ঋণ দিয়ে হলেও উৎপাদন ও শ্রমিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন