Logo
Logo
×

জাতীয়

চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম

চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতির প্রেক্ষিতে মঙ্গলবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ এ প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর বিভিন্ন মহল ভুল তথ্য ছড়াচ্ছে। ভারত থেকে দেওয়া বিবৃতিটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনাকে আঘাত করেছে। এতে উল্লেখ করা হয়, ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানোই নয়, বরং এটি দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পরিপন্থী।

বাংলাদেশের সব ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সরকারের প্রচেষ্টা ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতের বিবৃতিতে সঠিক প্রতিফলন ঘটেনি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরো উল্লেখ করেছে যে, বাংলাদেশ সরকার মানবাধিকার রক্ষা ও বিচারহীনতার সংস্কৃতি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব, বলা হয় বিবৃতিতে।


সম্প্রতি বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হওয়াকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলা হয়, এটি ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা এবং সরকারের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির একটি প্রমাণ।


বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং সরকার বিচার প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করে না। চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন