Logo
Logo
×

জাতীয়

এবার নির্বাচন কমিশন থেকে সরানো হলো বঙ্গবন্ধুর ছবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০১:১৫ এএম

এবার নির্বাচন কমিশন থেকে সরানো হলো বঙ্গবন্ধুর ছবি

ছবি: সংগৃহীত

আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের (ইসি) ভবনের সম্মেলন কক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে নেয়া হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের প্রথম সংবাদ সম্মেলনের ঠিক আগে এই ঘটনা ঘটে।

নবনিযুক্ত সিইসি এ এম এম নাসির উদ্দীনসহ চার নির্বাচন কমিশনার দুপুরে শপথ গ্রহণের পর বিকেল ৩টার দিকে ইসি ভবনে প্রবেশ করেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন ইসির কর্মকর্তারা। পরে বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা থাকলেও মধ্যাহ্নভোজসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার কারণে তা বিলম্বিত হয়।

সংবাদ সম্মেলনের পাঁচ মিনিট আগে, বিকেল ৪টার দিকে, ইসির দুই কর্মচারী সম্মেলন কক্ষে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেন। এরপর বিকেল ৪টা ১৫ মিনিটে নতুন সিইসি তার প্রথম সংবাদ সম্মেলন শুরু করেন।

এর আগে, দুপুরে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন সিইসি এ এম এম নাসির উদ্দীন এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা।

প্রসঙ্গত, এর আগে ১১ নভেম্বর, রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলার বিষয়টি জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন