Logo
Logo
×

জাতীয়

সায়মা ওয়াজেদসহ সূচনা ফাউন্ডেশনের পাঁচ ট্রাস্টির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০১:১৩ এএম

সায়মা ওয়াজেদসহ সূচনা ফাউন্ডেশনের পাঁচ ট্রাস্টির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

সায়মা ওয়াজেদ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সায়মা ওয়াজেদের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি। একই সঙ্গে ফাউন্ডেশনের আরো চার ট্রাস্টির ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। ওই চার ট্রাস্টি হলেন ডা. মাজহারুল মান্নান, মো. শামসুজ্জামান, জাইন বারি রিজভী, এবং নাজমুল হাসান।

এছাড়া, সূচনা ফাউন্ডেশনের সকল ব্যাংক হিসাবের তথ্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। ব্যাংকগুলোকে এসব হিসাবের লেনদেন ৩০ দিন পর্যন্ত ফ্রিজ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই চিঠি রোববার সব ব্যাংকে পাঠানো হয়েছে।

এটি একদম নতুন নয়, এর আগে ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদের ব্যাংক হিসাব ফ্রিজ করেছিল বিএফআইইউ, যা সিআরআই (সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন) সম্পর্কিত।

এদিকে, বিএফআইইউ সম্প্রতি ১০ সাংবাদিকসহ মোট ১১ জনের ব্যাংক হিসাবের তথ্যও চেয়েছে। তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে বিএফআইইউ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ব্যাংক হিসাব ফ্রিজ করে আসছে। সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ীসহ অনেকে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিএফআইইউ ছাড়াও, দুদক, এনবিআর সহ বিভিন্ন সংস্থা বিগত সরকারের প্রভাবশালীদের অনিয়ম-দুর্নীতি নিয়ে তদন্ত করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন