Logo
Logo
×

জাতীয়

নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনারের শপথ রবিবার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম

নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনারের শপথ রবিবার

ছবি: সংগৃহীত

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য চার নির্বাচন কমিশনার (ইসি) আগামী রবিবার শপথ নেবেন।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, আগামী রবিবার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ পাঠ করাবেন।

বৃহস্পতিবার সাবেক সচিব এএমএম নাসির উদ্দীনকে প্রধান করে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। একইসঙ্গে আরো চার নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। পাঁচ বছরের জন্য নিয়োগ পাওয়া এ কমিশনের ওপর থাকবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার।

নতুন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

চার নতুন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ এবং আবুল ফজল মো. সানাউল্লাহ।

সার্চ কমিটির প্রস্তাব করা নামের তালিকা থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ পাঁচজনকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন