Logo
Logo
×

জাতীয়

ব্যারিস্টার সুমনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৭ পিএম

ব্যারিস্টার সুমনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট থানায় এনে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে চুনারুঘাট থানায় আনা হয়।

সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।  পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ডের শুনানি হয়। পরে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সুমনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আদালতের নির্দেশ মতে শুক্রবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কারাগার থেকে তাকে চুনারুঘাট থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল থেকেই মামলা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে রবিবার আদালতে তোলা হতে পারে। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এসআই লিটন রায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সকালে প্রয়োজনীয় নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে চুনারুঘাট থানায় আনা হয়েছে। আমার মামলার সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি। তবে তদন্তের স্বার্থে কি তথ্য পাওয়া গেছে তা এখনই বলা যাবে না। আমরা আরো জিজ্ঞাসাবাদ করব। আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করা হয়। এছাড়া হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের মামলা এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি। 

এর আগে গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ নভেম্বর) তাকে ঢাকার কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে আনা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন