Logo
Logo
×

জাতীয়

রোহিঙ্গাবিষয়ক বিশেষ প্রতিনিধি ড. খলিলুর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১১:০২ এএম

রোহিঙ্গাবিষয়ক বিশেষ প্রতিনিধি ড. খলিলুর

ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. খলিলুর রহমান।  

মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. খলিলুর রহমানকে। তিনি হাই-রিপ্রেজেন্টেটিভ হিসেবে অধিষ্ঠিত থাকাকালীন উপদেষ্টার মর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ড. খলিলুর রহমান ১৯৮৩-৮৫ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ড. খলিলুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন