Logo
Logo
×

জাতীয়

ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত : আইন উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০২:০৫ এএম

ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত : আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ঢালাও মামলা দিচ্ছে তাতে সরকার বিব্রত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আইন ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে অহরহ গায়েবি মামলা হতো। কিন্তু ৫ আগস্টের পর সরকার কোনো মামলা করছে না। তবে বিভিন্ন রাজনৈতিক দল ঢালাওভাবে গায়েবি মামলা দায়ের করে আসছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর।

এই সংকট মোকাবিলায় করণীয় প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের অংশীজনদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি।

এ সময় বিচারক নিয়োগ প্রক্রিয়াকে যুগোপযোগী করতে কাজ চলছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বিচার প্রশাসনে রাজনীতিকীকরণ ঠেকাতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে যুগোপযোগী আইন প্রণয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে। ২০০৮ সালে বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হলেও আওয়ামী লীগ সরকারের আমলে তা বাতিল করা হয় বলেও জানান তিনি।

বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের প্রশংসা করে তিনি বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তাতে সরকার আশাবাদী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন