Logo
Logo
×

জাতীয়

রমজানকে কেন্দ্র করে সয়াবিন তেলের কৃত্রিম সংকট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০১:৫৬ এএম

রমজানকে কেন্দ্র করে সয়াবিন তেলের কৃত্রিম সংকট

ছবি: সংগৃহীত

আসন্ন রমজানকে টার্গেট করে বাজার থেকে সয়াবিন তেল উধাও হচ্ছে। রোজাকে ঘিরে পুরোনো সিন্ডিকেট আবারো সক্রিয় হয়েছে। কোম্পানিগুলো মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। ডিলারের কাছে কমিয়ে দেয়া হয়েছে সরবরাহ। আর ডিলার থেকে খুচরা বাজারে সরবরাহ কমিয়ে বাড়ানো হচ্ছে দাম।

তবে বাড়তি দামেও চাহিদামতো ভোজ্যতেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। এতে বাজার থেকে এক প্রকার উধাও হচ্ছে সয়াবিন তেল। পণ্যটির দাম সহনীয় রাখতে গত ১৭ অক্টোবর পাম ও সয়াবিন তেলের মূল্য সংযোজন কর ১৫ শতাংশ কমিয়ে ১০ শতাংশ করা হয়। আর উৎপাদন ও ব্যবসা পর্যায়ে সয়াবিন ও পাম তেলের মূল্য সংযোজন কর অব্যাহতি দেয়া হয়।

তবে মাসের ব্যবধানে লিটারে ২০ টাকা বেড়ে খোলা সয়াবিন খুচরা বাজারে ১৮৫ টাকা বিক্রি হচ্ছে। আর লিটারে ৩ টাকা বেড়ে বোতলজাত বিক্রি হচ্ছে ১৬৭-১৭০ টাকা। সঙ্গে ১৫ দিনের ব্যবধানে পাম তেল ও রাইসব্রান তেলের দরও লিটারে ৬ থেকে ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এতে আসন্ন রোজায় বাজার আরো অস্থির হওয়ার আশঙ্কা করছেন ভোক্তারা। তারা বলছেন, প্রতিবছরের মতো এবারো রমজানে বাড়তি দরেই ভোজ্যতেল কিনতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন