Logo
Logo
×

জাতীয়

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ বিশেষ সহকারী নিয়োগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১১:১৫ এএম

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ বিশেষ সহকারী নিয়োগ

বাঁ থেকে খোদা বকশ চৌধুরী, সায়েদুর রহমান ও আমিনুল ইসলাম। ছবি : কোলাজ

প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিন মন্ত্রণালয়ে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরমধ্যে খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ড. সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রফেসর ড. এম আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) মন্ত্রীপরিষদ বিভাগের ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিম্নলিখিত ব্যক্তিবর্গকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন। রুলস অব বিজনেস অনুযায়ী উপদেষ্টাদেরকে সহায়তা প্রদানের জন্য তাদের এসব নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন