Logo
Logo
×

জাতীয়

গাজীপুরে ৩০ কারখানায় ছুটি ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

গাজীপুরে ৩০ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলমান শ্রমিক বিক্ষোভের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৩০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (১০ নভেম্বর) দুপুরে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ২-এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, বারবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত সে কথা রাখা হয়নি। যার ফলে বেতন ছাড়া মহাসড়ক ছাড়বেন তারা। 

পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বকেয়া বেতন পরিশোধের জন্য মালিকপক্ষকে একাধিকবার সময় দেয়া হয়েছিল, ওনারা বার বার বেতন পরিশোধে ব্যর্থ হয়েছেন। যে কারণে শ্রমিকরা এখন আর আমাদের কথা বিশ্বাস করে না। আমরা কোন মুখে ওদেরকে বলবো, তোমরা আন্দোলন প্রত্যাহার করো, তোমাদের একটা ব্যবস্থা আমরা করে দিবো। শ্রমিকদের মতই মালিকের প্রতি আমাদেরও আস্থা নেই। যে কারণে ওরা গতকাল থেকে বসে আছে। 

তিনি বলেন, আমরা তাদের একাধিকবার বুঝানোর চেষ্টা করেছি, আমাদের অফিসে এসে বসো, অবস্থান নাও। কিন্তু তারা নাছোড়বান্দা, মহাসড়ক ছাড়বে না। এটাকে কেন্দ্র গতকাল সন্ধ্যায়ও তাদেরকে বোঝানো হয়েছে, রাতেও চেষ্টা করেছিলাম তারা যায়নি। আজকে তারা আছে। এই ধারাবাহিকতায় টিএনজেড এর শ্রমিকরা কলম্বিয়া, ভোগড়া বাইপাস, চৌরাস্তায় এদিকে যে কয়টি কারখানার আছে এখন তারা ছুটি দিয়ে দিয়েছে। শ্রমিকরা ভেতরে ঢুকতে পারছে না।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরা আবারও চেষ্টা করতেছি। একটু আগে সেনাবাহিনী এসেছিল, আমরাসহ কথা বলেছি। আশা করি এটার সমাধান হবে। এটা নিয়ে আমাদের সিনিয়ররা আছেন, বিজিএমইএ, শ্রম অধিদফতর কাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন