Logo
Logo
×

জাতীয়

ট্রাম্প আমলে সম্পর্কে বড় পরিবর্তন হবে মনে করি না : পররাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম

ট্রাম্প আমলে সম্পর্কে বড় পরিবর্তন হবে মনে করি না : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে বলে মনে করেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন উপদেষ্টা।

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে উপদেষ্টা বলেন, আমাদের স্প্লিট করার প্রয়োজন নেই। আগামী দুই-তিন মাস দেখি। দুই মাস সময় তো আছে, তারপর উনি দায়িত্ব নেবেন। দায়িত্ব নেওয়ার পর কী কী পদক্ষেপ নেন সেই অনুযায়ী আমাদের… উনি তো বলেন নাই বাংলাদেশের সঙ্গে ভালো করবেন বা খারাপ করবেন; কিছুই বলেন নাই।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয় তা তো না। আমাদের সঙ্গে বাইডেন প্রশাসনের যেসব বিষয় নিয়ে আলাপ চলছিল বা তাদের যেসব চাওয়া ছিল বা নেগোসিয়েশন হচ্ছিল সেগুলো কিন্তু এর পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। কাজেই এটা বলা ঠিক হবে না, ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে; আমি মোটেও মনে করি না এটা।

‘আমি দেখি, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তারপর দেখা যাবে যে কী হয়।’ —যোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন