Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে গুমের মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২২ পিএম

শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে গুমের মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ ২৪ জনের নাম উল্লেখ করে গুমের মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুই দফায় গুম হওয়ার অভিযোগ তুলে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি দায়ের করন সৈয়দ হাসান মাহমুদ নামের একজন ভুক্তভোগী। 

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জনের নামে গুমের মামলা করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন