Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ১০২৯ রোগী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পিএম

ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ১০২৯ রোগী

ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ১০২৯ রোগী

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৬৮ জন। এছাড়াও এসময় ১ হাজার ২৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৯৯ জন এবং বাকিরা ঢাকার বাইরের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ২৩ জন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ২২৫ জন। এরমধ্যে হাসপাতাল ছেড়েছেন ৫০ হাজার ১২৪ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন