Logo
Logo
×

জাতীয়

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পিএম

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন গ্রেপ্তার

হেলালুদ্দীন আহমদ। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'হেলালুদ্দীনকে কোতোয়ালী থানার পুলিশ আটক করেছে। তিনি এখন কোতোয়ালী থানায় রয়েছেন।'

কোতোয়ালী থানা সূত্র জানায়, ডিএমপির অনুরোধে হেলালুদ্দীনকে খুলশী এলাকা থেকে আটক করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে ডিএমপিতে হস্তান্তর করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন