Logo
Logo
×

জাতীয়

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজ করতে না চাইলে বিকল্প লোক: বিদ্যুৎ ও জালানি উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজ করতে না চাইলে বিকল্প লোক: বিদ্যুৎ ও জালানি উপদেষ্টা

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজ করতে না চাইলে বিকল্প লোক: বিদ্যুৎ ও জালানি উপদেষ্টা

বিদ্যুৎ ও জালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান বলেছেন, পল্লী বিদ্যুতের কর্মীরা কাজ করতে না চাইলে বিকল্প লোক দেয়া হবে। তাদের মাধ্যমে কার্যক্রম চালিয়ে নেয়া হবে।

রবিবার (২০ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারের পেট্রোল বাংলা ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, ধান কাটার মৌসুমের মতো এখন দাবি দাওয়ার মৌসুম চলছে। কিন্তু সবার দাবি মেনে নেয়ার সুযোগ নেই। এই সরকারকে কেউ দুর্বল ভাবলে ভুল করবে। পল্লী বিদ্যুতের কর্মীরা কাজ করতে না চাইলে সেখানে বিকল্প লোক দেয়া হবে। আউটসোর্সিং সরকারের সব পর্যায়ে আছে, সব ক্ষেত্রে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, এখন থেকে সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে না। এসব সিদ্ধান্ত বিইআরসির মাধ্যমেই আসবে। 

বাপেক্সের সক্ষমতা খর্ব করে রাখা হয়েছিল। এখন সক্ষমতা আরো বাড়ানো হবে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন