Logo
Logo
×

জাতীয়

ঈদে ৫ ও পূজায় ২ দিন ছুটি হচ্ছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১২:১৯ এএম

ঈদে ৫ ও পূজায় ২ দিন ছুটি হচ্ছে

ছবি : সংগৃহীত

আগামী বছরের পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি পাঁচ দিন করার প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ প্রস্তাব বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। পরিষদ সিদ্ধান্ত নিলে মিলবে ৫ দিনের ছুটি। এছাড়া, শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করার প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ঈদ ও পূজার ছুটি বাড়ানোর দাবি অনেক আগে থেকেই। এবার এ বিষয়ে প্রস্তাব করা হয়েছে। এখন মূল সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। বৈঠকে অনুমোদন পেলে বাড়তি ছুটি কার্যকর হবে। বর্তমানে ঈদের ছুটি তিন দিন। আর দুর্গাপূজার ছুটি একদিন। 

২০২৫ সালে বিভিন্ন জাতীয় দিবস ও সম্প্রদায়ের ধর্মীয় পর্বের ১২ দিন সরকারি ছুটি থাকছে। তবে ওই ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটির মধ্যে ৫ দিন পড়ে গেছে। তারমধ্যে ৩ দিন শুক্রবার ও দুই দিন শনিবার। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকছে। এরমধ্যে সাপ্তাহিক ছুটি পড়েছে ৪ দিন। তারমধ্যে দুই দিন শুক্রবার এবং দুই দিন শনিবার। 

পার্বত্য চট্টগ্রাম এলাকা ও বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদযাপনে দুই দিনের ছুটি থাকবে। এরমধ্যে একদিন সাপ্তাহিক ছুটি পড়ে গেছে। দিনটি শনিবার। ২০২৫ সালের জন্য ১২ দিনের সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৪ দিনের ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। 

শুক্র ও শনিবারের মোট ৯ দিন ছুটি বাদ দিলে ছুটি হবে ১৭ দিন। কারণ সাধারণ ও নির্বাহী আদেশের ছুটির মধ্যে সাপ্তাহিক বন্ধ পড়েছে ৯ দিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন