Logo
Logo
×

জাতীয়

বাতিল হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিনের সরকারি ছুটি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পিএম

বাতিল হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিনের সরকারি ছুটি

ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের ছুটি বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে ১৭ মার্চের ছুটি বাতিলের সারসংক্ষেপ পাঠানো হচ্ছে। এর মানে ১৭ মার্চ আর সরকারি ছুটি থাকছে না।

বাংলাদেশে আন্তর্জাতিক বা বিশ্ব শিশু দিবস পালন হলেও জাতীয় শিশু দিবস ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে। ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন শুরু হয়। পরে দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এর আগে শেখ মুজিবের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। ১৯৭৫ সালের ওই দিন ধানমন্ডি-৩২ নম্বর বাড়িতে সপরিবারে নিহত হন তিনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর ওই দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়ে সরকারি ছুটি ঘোষণা করেন। 

ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য তৈরি ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯’বাতিল করা হয়েছে।

টাকায় বঙ্গবন্ধুর ছবি না রাখার বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে কয়েক দফা কথা হয়েছে। অল্প দিনের মধ্যেই নতুন টাকা বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। প্রথমে কম অর্থ মূল্যের টাকাগুলো বাজারে আনা হবে। যেগুলো সাধারণ মানুষ বেশি ব্যবহার করেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশে শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়। তার ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন