BETA VERSION বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৭ পিএম

Swapno

জাতীয়

ওএসডির পর সাময়িক বরখাস্ত আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪০ পিএম

ওএসডির পর সাময়িক বরখাস্ত আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। ছবি : সংগৃহীত

ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে এ ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল।

সোমবার (৭ অক্টোবর) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ওএসডি হওয়া কর্মকর্তা তাপসী তাবাসসুম ঊর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে রবিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপন জারি করে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসডি করা হয়। ঊর্মি লালমনিরহাট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি বাজার তদারকিসহ জেলা প্রশাসনের বিভিন্ন সভা পরিচালনার দায়িত্ব পালন করছিলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়ে ২৭ সেপ্টেম্বর মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে, আমরা ‘রিসেট বাটন’ পুশ করেছি; এভ্রিথিং ইজ গন; অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব। দেশের মানুষও তা চায়। সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে।’

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় তাপসী তাবাসসুম । ঊর্মি গত শনিবার ফেসবুকে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

গত দুই দিন ধরে ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে ঊর্মির দেওয়া পোস্টের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়।

স্ট্যাটাস বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘পোস্টটি ডিলেট হয়নি, ওনলি মি করেছি। দায়িত্বশীল জায়গা থেকে আপনি কী বোঝাতে চাচ্ছেন? আমি যখন দেখব আমার দেশের ওপর থ্রেট চলে আসতেছে, আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলার সেই বলাটাই আমার দায়িত্বশীলতা ঠিক আছে। আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তি আসুক। আমার যাদের মনে হয়েছে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি আমি তাদের সেভাবেই ট্রিট করেছি, আর আমার পোস্টে আমি সেভাবেই দিয়েছি।’

তাপসী তাবাসসুম ঊর্মি সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com