Logo
Logo
×

জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে আসছে ১৬ দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম

নির্বাচন পর্যবেক্ষণে আসছে ১৬ দেশ

ছবি : সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে অংশ নিতে ১৬টি দেশ ইতোমধ্যে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এসব দেশ থেকে মোট ৫৭ জন দ্বিপাক্ষিক পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।

এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্থার শত শত প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবেন।

সবচেয়ে বেশি পর্যবেক্ষক পাঠাচ্ছে মালয়েশিয়া— ১৪ জন। তাদের নেতৃত্ব দেবেন দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন পর্যবেক্ষক পাঠাবে তুরস্ক, যাদের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।

এছাড়া ইন্দোনেশিয়া (৫), জাপান (৪), পাকিস্তান (৩), ভুটান (২), মালদ্বীপ (২), শ্রীলঙ্কা (১), ফিলিপাইন (২), জর্ডান (২), ইরান (১), জর্জিয়া (২), রাশিয়া (২), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (১) এবং দক্ষিণ আফ্রিকা (২) পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।

নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয় কার্যক্রমে সহায়তাকারী সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৪০০ জন পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। শিগগিরই আরও কয়েকটি দেশ প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক রাষ্ট্রপতি নান্না আকুফো-আডো। তার সঙ্গে থাকবেন মালদ্বীপের সাবেক উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাদজি।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। তার সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের আরও সাত সদস্য থাকবেন— লুকাস মান্ডল (অস্ট্রিয়া), লোরান্ত ভিনচে (রোমানিয়া), তোমাশ জদেখোভস্কি (চেকিয়া), লেইরে পাইহিন (স্পেন), শেরবান দিমিত্রিয়ে স্টুর্দজা (রোমানিয়া), মাইকেল ম্যাকনামারা (আয়ারল্যান্ড) এবং ক্যাটারিনা ভিয়েরা (নেদারল্যান্ডস)।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় ২ হাজার প্রার্থী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন