Logo
Logo
×

জাতীয়

নির্বাচনের আগে নাগরিকদের বাংলাদেশে ৩ পার্বত্য জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

নির্বাচনের আগে নাগরিকদের বাংলাদেশে ৩ পার্বত্য জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এফসিডিও জানিয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দেশে রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ ও সংঘর্ষের সম্ভাবনা রয়েছে, যা দ্রুত সহিংসতায় রূপ নিতে পারে। বিশেষ করে হরতাল, রাজনৈতিক সমাবেশ ও জনজমায়েত চলাকালে অগ্নিসংযোগ, ভাঙচুর ও প্রাণহানির ঝুঁকি বাড়তে পারে।

এছাড়া নিরাপত্তা বাহিনী, সরকারি ও বেসরকারি ভবন, রেস্তোরাঁ, গণপরিবহন, ধর্মীয় স্থাপনা এবং বড় জনসমাবেশ সন্ত্রাসী হামলার সম্ভাব্য লক্ষ্য হতে পারে। অতীতে ধর্মীয় সংখ্যালঘু ও নিরাপত্তা বাহিনীও হামলার শিকার হয়েছে এবং বড় শহরে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

এফসিডিও ভ্রমণকারীদের সতর্ক থাকতে, বিক্ষোভ ও রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলতে, নিরাপদ স্থানে সরে যেতে এবং স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যমের নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে পরামর্শ দিয়েছে। হালনাগাদ সতর্কতা পেতে ইমেইল নোটিফিকেশন নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন