Logo
Logo
×

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ১৯৮১ প্রার্থী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ১৯৮১ প্রার্থী

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১৩ শতাংশ স্বতন্ত্র প্রার্থী এবং প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছেন ১ হাজার ৬৯৬ জন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ তথ্য প্রকাশ করে। ‘নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিত’ শীর্ষক প্রতিবেদনে টিআইবির মুখপাত্র তৌহিদুল ইসলাম মূল তথ্য উপস্থাপন করেন।

প্রতিবেদনে বলা হয়, ইসলামী দলগুলোর প্রার্থী সংখ্যা ৩৬ দশমিক ৩৫ শতাংশ এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থী সংখ্যা ৩৬ দশমিক ৬৫ শতাংশ। এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ মাত্র ৪ দশমিক শূন্য ২ শতাংশ, যা ৫ শতাংশের লক্ষ্য পূরণ করতে পারেনি। জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ৬ জন এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ২৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি প্রার্থী ৪৫-৫৪ বছর বয়সী—৬৫১ জন। এরপর ৫৫-৬৫ বছরের ৫৩১ জন, ৩৫-৪৪ বছরের ৪১৪ জন, ৬৫ বছরের বেশি বয়সী ৩৭৮ জন এবং ২৫-৩৪ বছরের ২০৫ জন। এছাড়া ১০৯ জন প্রার্থীর বয়স অস্পষ্ট বা উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতায় প্রায় ৭৬ দশমিক ৪২ শতাংশ প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। এর মধ্যে স্নাতক ২৮ দশমিক ৩৭ শতাংশ এবং স্নাতকোত্তর ৪৭ দশমিক ৯৮ শতাংশ। উচ্চ মাধ্যমিক পাস করেছেন ৮ দশমিক ৯৪ শতাংশ এবং মাধ্যমিকের বেশি কিছু প্রার্থী রয়েছেন ৬ শতাংশের ওপরে। বিগত পাঁচটি নির্বাচনের তুলনায় এবারই সর্বাধিক শিক্ষিত প্রার্থী অংশ নিচ্ছেন।

পেশাগত দিক থেকে দেখা যায়, ৪৮ শতাংশের বেশি প্রার্থী ব্যবসায়ী। আইন পেশায় রয়েছেন ১২ দশমিক ৬১ শতাংশ এবং শিক্ষকতা করছেন ১১ দশমিক ৫৬ শতাংশ প্রার্থী। চাকরিজীবী ও কৃষিজীবী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। মাত্র ১ দশমিক ৫৬ শতাংশ প্রার্থী রাজনীতিকে পেশা হিসেবে উল্লেখ করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন